দুঃখ বিলাসী মন তোমাকে খোজে দামী আয়নার পারদে
আকাশ জুড়ে সাদা পায়রার উড়াউড়ি ভূমধ্য সাগরের পাড়ে
আকাশ বার্তা নিয়ে অপেক্ষায় থাকে সফেদ গাঙচিল
তোমাকে খুজি তন্ন তন্ন করে এপারে ওপারে। অসীমে....
নোনা বালি তীর ধরে কত হেটেছি বালক বেলায় কৈশরিক চপলতায়!
অথচ কোন মানবি ডাকেনি কোনদিন গোপনে ইশারায়।
নিজের ভিতর পুষে রাখা দুঃখ নিয়ে কেটে যায় অসীমের যাত্রা
ফেলে আসি বালক-কাল কৈশরিক অভিমান আর দিগন্তের বাড়ীঘর
এত এত দুঃখ কে কবে পেয়েছে কার লাগিয়া
কার তরে পোড়ায় আমার মন ভালো বাসিয়া....
এক অসীম শুণ্যতায় হেটে যাই আমি আদিগন্ত ডুবে যাওয়া মন
ভালোবাসার শুন্যতরী বেয়ে দুঃখ বিলাসের কাছাকাছি.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




