এরকম সকালের দিকে তাকিয়ে এক আকাশ কবিতা লিখা যায়
বলেছিল শৈশবের নিস্পাপ দিনে এক পথচারী
এখনও বিমুগ্ধপাঠ শেষে বসে থাকি আনমনা
এক মুঠো রোদ্দুরের অপেক্ষায়
যদি আসে কখনো সেই পথচারী
যে কবিতা লিখতে চেয়েছিলো এরকম সকালে...
আমার অপেক্ষা দীর্ঘ দীর্ঘ হতে থাকে...
অতঃপর এক সকালে আমি খুলে ফেলি
শৈশবের জানালা না খোলা বদ্ধ ঘর।
হু হু বাতাসের কাঁপন লাগে গায়...
এখনো বুঝি না, কখনো বুঝব কি
কি রকম সকাল হলে আকাশসমান কবিতা লেখা যায়।
আমার দিন ফুরায় না, রাত ফুরায় না
এক মুঠো রোদ্দুরের অপেক্ষায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




