এছাড়া চট্টগ্রামে আহত হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী এনজিও কর্মকর্তা। দুটি নগরীতে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্যেই ছিনতাইয়ের এ ঘটনাগুলো ঘটলো। ছিনতাই ঠেকাতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএসপি) কমিশনার বেনজির বলেন, "আতঙ্কের কারণ নেই। ছিনতাই প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে।"
বুধবার গুলশানের দি গ্যালারি মিলনায়তনে মটর সাইকেল চালকদের সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। বিজ্ঞাপনী সংস্থা 'কোজিটো মার্কেটিং সলিউশনস্' তাদের 'থিংক' কার্যক্রমের আওতায় "হেলমেট" শিরোনামে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেনজির জানান, প্রতি বছর সাত হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর মধ্যে মটর সাইকেল দুর্ঘটনায় মারা যায় চার হাজার। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, "দয়া করে হেলমেট ব্যবহার করুন।"
এবার দেখুন পুলিশের ট্রাফিক আইন মানার নমুনা !!
এই পুলিশ গুলোকেই দেন বিরোধী দলকে পিটাতে, দেখেন তারা কেমন সাফল্যের সহিত তা সম্পাদন করছে!
দেখুন ছিচকে চোরকে কিভাবে পেটাচ্ছে-
আর বড় চোরকে এভাবেই ছেড়ে দিচ্ছে-
আসলে এরা মনে করে বাংলাদেশের সব মানুষ-ই আবাল, তাই তারা যেমন ইচ্ছা তেমন বলে যাবে আর পাবলীক তা বিশ্বাস করবে, বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম.
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


