আমি সদ্য ভুমিষ্ট এক নবজাতক ব্লগার। সামু কত্তিপক্ষ আমারে খমেন্ট কত্তে মানা করতেছে। কইছে যতদিন না পেরত্থম পেইজ এ আমার কিচু ছাপ্পা না অইবো ততদিন পর্যন্ত চুষনি চুষতে কইছে ।খনতো বাই কেমতে ছাপ্পাই?? এইডা আমার পেরত্থম লিখা, তাই কবতে দিয়া start করলাম...। পছন্দ না অইলে মাইনাছ দিয়েন না । দুষ্ক পাইতাম।
নিনাদ
ভবের পাগল
চারিদিকে আজ নতুন চিৎকার
ঘনিয়ে আসছে নিকষ কালো অন্ধকার
জেগে উঠছে সব ঘুমন্ত পিশাচেরা
ভেঙে পড়ছে সব জীর্ণ বাস্তবতা
বলো কোথায় তুমি যাবে বিবেক?
ঐ শোনা যায় হায়নার অট্টহাসি
তিমির কারাগারে শীতল নিরবতা
তার ভেতর ডুকড়ে ডুকড়ে কাঁদে
আমার অন্তিম বোধ
সহিংসতার হিংস্র বাঁধনে জড়িয়ে পড়েছি আমি
শুনতে কি পাও আমার বিষন্ন নির্জীব আর্তনাদ
আছড়ে পরে তোমার আবেগহীন কর্কশ দেয়ালে
দুঃসহ কিছু বিস্মৃতির ডামাডোলে আজ
দূষিত আত্মার ক্ষরণ নিয়ে বেঁচে আছি
তোমার গড়া এই অস্থির ধরণিতে
চারিদিকে আজ নতুন বর্বরতা
ধুম্রজালে আটকা তোমার বিধাতা
বদ্ধভুমিতে মরদেহের হাহাকার
সভ্যতা দিচ্ছে তোমায় ধিক্কার
কি করবে তুমি বলো বিবেক?
(Theories of Dark Thought)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




