আমি ডুবে যাচ্ছি নিয়ন আলোয়
বোতলভরা বিষ আনমনে ঢালছি
কোন প্রশ্ন করোনা আমায়,
এখন সময়টা তলিয়ে যাবার
দিকভ্রান্ত হয়ে নিজেকে হারাবার।
টেবিলে দামি ফল,গ্লাসে লাল চোখে সাদা জল,
হিন্দি গানের সাথে বুনো নৃত্য,
মাথা দুলিয়ে সায় দিচ্ছে বুনো মানুষগুলো,
আমি কি ওদের দলে ভিড়ে যাচ্ছি? আমি কি হেরে যাচ্ছি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




