আমি গত লেখাতে রেজিস্টর নিয়ে বিস্তারিত লিখেছি। আজ আমরা কালার কোড রেজিস্টরের সাহায্যে খুব সহজে মান রেজিস্টরের মান নির্ণয় করবো। আমরা জানি রেজিস্টর দুই প্রকার –

১)ফিক্সড বা অপরিবর্তনশীল ভেরিয়েবল বা পরিবর্তনশীলঃ যে রেজিস্টর তৈরি করার সময় এর মান নির্দিষ্ট করে দেওয়া হয় এবং যার মান প্রয়োজন অনুসারে ইচ্ছামতো পরিবর্তন করা যায়না তাকে ফিক্সড বা অপরিবর্তনশীল রেজিস্টর বলে।
২) ভেরিয়েবল বা পরিবর্তনশীল রেজিস্টর যে রেজিস্টর মান প্রয়োজন অনুসারে ইচ্ছামতো পরিবর্তন করা যায় তাকে ভেরিয়েবল বা পরিবর্তনশীল রেজিস্টর বলে।
রেজিস্টরের মান দুই ভাবে নির্ণয় করা যায় –
১। ওহমমিটার/ এনালগ মাল্টিমিটার/ ডিজিটাল মাল্টিমিটার এর সাহায্যে।
২।কালার কোড এর সাহায্যে।
কালার কোডের সাহায্যে রেজিস্টরের মান নির্ণয় করার জন্য এই লিঙ্কে ভিজিট করতে পারেন যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রেজিস্টার কালার কোড
আর আমাদের সাথে যুক্ত হতে পারেনঃ
voltage lab
https://www.facebook.com/voltagelabbd
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




