হেমন্তরে হীম হীম আবেশে, ভরা পূর্ণীমা তিথিতে
গোধুলীর ম্রিয়মান সূর্যের আবির রাঙা ক্ষনে-
পূবের আকাশে জেগেছিল কি বড় চাঁদটা
কিংবা ঘাসে জমেছিল শিশিরের আস্তরন ?
রাখিনি খোজ তার, চেয়েছিনু শুধু তোমা পানে-
টল টলে চোখে অতল গভীর দীঘিতে লেগেছিল কি নোনা ঢেউ
অথবা বুক চিরে উঠেছিল কি অন্তহীন দীর্ঘশ্বাস ?
বুঝিনি আমি, তোমার বুকে আটকে থাকা বোবা কান্নাটাকে ।
থমকে গিয়েছিল পৃথিবী ক্ষনিকের তরে-
অ-পার্থিব সৌন্দর্য যেন পাগল করেছিল আমায়;
চেয়েছিনু তোমায়, থমকে থাকা পৃথিবীটাকে
আবির রাঙা পশ্চিমাকাশ ভরেছিল পূর্ণীমালোতে
পাখিদের কিচিরমিচির থেমেছিল অনগত রাতের অপেক্ষায়
শুধু জমেছিল শিশিরের উপর শিশির- আমার বুকে দীর্ঘশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




