অনুরোধের পর অনুরোধ করে গেছি তোমাকে। যতটা অনুরোধ এই জীবনে তোমাকে করেছি এতটা মনে হয় আর কাউকে করিনি, কাউকে না। যতটা ছোট তোমার কাছে হয়েছি ততটা আর কারো কাছে হইনি। শুধু একটা প্রশ্নের উত্তর চাওয়া ছিলো তোমার কাছে। এমন আহামরি কোন প্রশ্ন ছিলো না। কিন্তু কোন প্রকার সাড়া দাওনি। শেষ একটা শান্তনা চেয়েছিলাম। নিজেকে অন্তত বোঝাতে পারতাম।
সবাই বলে ভুলে যেতে। কিন্তু আমিতো পারিনা। পারিনা পুরোনো স্মৃতিগুলো ভুলতে, পারিনা স্বপ্ন দেখা বন্ধ করতে। অনেক কষ্ট করে কিভাবে যেনো দুয়েক দিনের জন্যে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম মানে কল্পনার জগতে আর যাইনি। ভেবেছিলাম শান্তি পাবো। কিন্তু কি হয়েছে জানো? তখনো কষ্ট লেগেছে। মনে হয়েছে কল্পনার জগতে বিচরন করবো, ভেবে ভেবে কষ্ট পাবো এইত ভাল। তাই আবার সেই আগের অবস্থায় ফিয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা একটা রয়েই গিয়েছে। আগের মতন স্বপ্ন গুলো আর সাজাতে পারিনা। খেই হারিয়ে ফেলি। সাদিয়া আামাকে কি বলে জানো? বলে যে তুমি এখন চুপ করে আছো, সময় হলে ঠিকই হাজির হবে। আমার তা বিশ্বাস হয়না। তুমি অনেক কঠিন মানুষ। তার পরও মাঝে মাঝে সাদিয়ার কথাটা কেন জেনো মনে একটু উঁকি দেয়। যদি.................................
মনের উপর জোর খাটানো একদমই পছন্দনা আমার (কারোর ই না)। তাই কোন চাওয়া নেই তোমার কাছে আর। শুধু আমার একটা প্রশ্নের উত্তর। তাও দিলেনা তুমি, আর দিবে বলেও মনে হয় না। আমাকে ধোঁয়াশার মাঝে ফেলে চলে গেলে। কি শান্তি পাচ্ছো জানিনা। তবে হয়ত শান্তিতেই আছো। এটাই চাই। সত্যি বলছি মন থেকেই চাই। কতক অংক আছে না যেসবের সমীকরণ মেলে না। শেষে অমীমাংসীত-ই থেকে যায়। আমিও নাহয় ধরে নেবো এটাও সেরকমই একটা সমীকরণ!
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




