বিরক্তির চরম সীমাটা মনে হয় অনেক আগেই পেরিয়ে গেছি। নিজের একেকটা আচরনে নিজেই বিরক্ত! প্রতিবার-ই আগের বারের মাত্রা ছাড়িয়ে যায়, যাচ্ছে। আপাতত দৃষ্টিতে এতে নিজের সাময়িক তুষ্টি হলেও এটা আসলে তুষ্টি নয়। জেদের বশে হয়ত করছি এসব। আর কিইবা করবো আমি। একটা সময় জেদ করতে পারিনি বলে দুঃখ ছিলো এখনতো পারছি। তবে কেন সুখী নই!
ভাইয়ার কথাটা খুব লেগেছে সেদি "তুই কাউকে প্রায়োরিটি দিতে পারিসনা তাই প্রায়োরিটি পাস না" । আসলেই কি তাই(?) যদি বলি পাইনা বলেই দিতে পারিনা....!
অন্যরাতো ঠিকই পায় তবে কি দোষ আমার-ই, ভুল আমার-ই......হয়ত তাই।
বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আনন্দ করা আমারো ত ইচ্ছে করে এসব। অন্যরা যখন বলবে তখন তাই হবে। আমি যখন বলি তখন খুব কম-ই হয়। আমারকি খারাপ লাগেনা(?) আমিওতো মানুষ। ইচ্ছা-অনিচ্ছা তো থাকতেই পারে। আমিতো সেটার মূল্য পাইনা। তবে কেন অন্যেরটার মূল্য দেবো। তআর চেয়ে ভাল নিজেই নিজের মতন থাকবো। নিজেই নিজের বন্ধু।
এখানেও অনেক সমস্যা। তখন উপাধী পাবো স্বার্থপর, অসামাজিক বলে। তআর মানে আমাকে অন্যের ইচ্ছা-অনিচ্ছায়-ই চলতে হবে। তবে তাই হোক! দেখি কতদূর যাওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




