১৯৯৯ সাল প্রতিষ্ঠিত হওয়া ভ্রমণ বাংলাদেশ ২০০৯ সাল থেকে প্রতি বছর টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত বিচ হাইকিং আয়োজন করে। তিনদিনে প্রায় ৮৫ কিমি হাঁটা হয়ে থাকে। এরই কিছু ছবি আপনাদের দেখানোর প্রয়াস। কোন প্রশ্ন থাকলে করবেন উত্তর দেয়ার চেষ্টা করবো
ড্রাই ফুড সংগ্রহ।

পরিত্যাক্ত বাড়ি।

ক্যাম্প সাইট-০১

সেলফি হাঁটার ফাঁকে।

আমরা তাবুতে থাকি।

বামে মারুফ আর ডানে ফায়সাল মাঝে বাপ বেটা তিনজন

ইনানী ক্যাম্প সাইট-০২

সমুদ্রে শৈবাল পাথর

গ্রুপ ছবি

কায়াক

নির্জন সমুদ্রসৈকত

সোজা চল

বারবিকিউ

ছাত্র-শিক্ষক আর হাইকার

কখনো কখনো রাস্তায় হাঁচতে হয়।

ব্রিফিং ও পরিচয় পর্ব।

রেজু ব্রিজ।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ যেখানে আমরা ক্যাম্পিং করি।

মাইল স্টোন ।

মৃত কাছিম।

বাবা-মা-ছেলে-মেয়ে। ডাক্তার রনি ৪বার হেঁটেছেন বিচ ধরে।

হাঁটা সর্ম্পূণকারী দল একটি।

হাঁটার ফাঁকে চা বিরতি।




সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



