আর মাত্র তো এক’টা দিন, এরপরই তো ঈদ! আমাদের মনে এখন কতো আনন্দ, কতো আশা এবং কতো উদ্দীপনা! আমরা সবাই এখন থেকে ভাবছি, পরিকল্পনা করছি, কে-কিভাবে ঈদ-উৎসব উদযাপন করবো। না আমরা শুধু আমাদের কথা ভাবছি না। ভাবছি, পরিবার-পরিজনের কথা। ভাবছি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-পড়শির কথা।আমরা কি একটি বারের জন্য আমাদের চেয়ে নিচু অবস্থানের মানুষদের কথা ভেবেছি ?এই মহা উৎসবে আমাদের কি উচিৎ নয় তাদের কথা একটু ভাবা ? আমরা যদি আমাদের একটি পুরানো পোশাক একজনকে দেই সেটাও একজনকে এই উৎসবে শামিল করবে । আমরা আমাদের সবার থেকে অল্প অল্প করে খাবার বণ্টন করলেই তা হয়ত অনেককে তুষ্ট করবে কারন অল্পে তুষ্ট এ ব-দ্বীপের মানুষগুলো আনন্দের অনুষঙ্গ পেলে অল্প কি বেশী তা চিন্তাও করেনা উৎসবে মেতে উঠে। সে কারণেই আমাদের কাছে ঈদ এতো আনন্দের এবং এতো উৎসবের।আবহমান কাল ধরে বাঙালিরা উৎসবপ্রবণ, প্রাণবন্ত, উচ্ছল এবং উজ্জ্বল আনন্দ তাদের জীবনের উৎস, সুখ ও শান্তি তাদের নিত্যসঙ্গী। আসুন, তাদের এই সুখ টুকু একটু হলেও নিশ্চিত করি । মনে রাখা দরকার, রাসূল (সা) বিদায় হজে বলেছেন, তোমরা যা খাবে, তোমাদের অধীনস্থদের তা খাওয়াবে, তোমরা যা পরবে, তাদেরকেও তা পরাবে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




