টিভিতে, সিনেমাতে কিংবা খবরে আমরা অনেকেই নিউ ইয়র্কের টাইমস্ স্কয়্যারকে দেখেছি নানা সময়। নিউ ইয়র্কে বেড়াতে গেলে টাইমস্ স্কয়্যার কিছুতেই মিস্ করবেন না। প্রতিদিন নাকি তিন লাখেরও বেশি মানুষ এখানে ঘুরতে আসে আর এদের বেশিরভাগই পর্যটক। পায়ে হেঁটে টাইমস্ স্কয়্যার দেখার মজাই আলাদা। এত নানা কিসিমের মানুষ একসাথে আমি এর আগে কোথাও দেখিনি। নানা বর্ণের, নানা দেশের, নানা ভাষার মানুষ প্রতিদিন আসে এখানে। রাতের বেলা বিলবোর্ডের আলো আলোকিত করে রাখে টাইমস্ স্কয়্যারকে, সারারাতই জেগে থাকে পুরো এলাকা, দোকানপাটগুলো খোলা থাকে ২৪ ঘন্টা।
আমরা একবার গিয়ে দেখলাম হলিউডের এক সিনেমার শুটিং হচ্ছে সেখানে - কথা বলে জানলাম আগামী বছর সিনেমাটি রিলিজ পাবে... নাম, হাফ-শেল (টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টেলস সিনেমার সিকুয়্যাল এটি)। যাই হোক, ওখানে হাঁটতে হাঁটতে তোলা কিছু ছবি লেখাটিতে দিচ্ছি।








সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




