গত শীতে (জানুয়ারী ২০১৩) তে গিয়েছিলাম শ্বশুরবাড়ী। স্ত্রী তার বাপের বাড়ীতে ও পুত্র (১৬ মাস বয়সি) তার নানার বাড়িতে গিয়েছে একমাস হয়েগেলো। তাদের আসার নামগন্ধও নেই। আরও নাকি বেশ কিছুদিন থাকবে। পুত্রের টানে

টানে তাকে দেখতে গেলাম আমার শ্বশুরবাড়ী নওগাঁ। বৃহস্পতিবার রাতে পৌছে স্ত্রীকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি

। স্ত্রী বলল ঘুরতে যাবে না

। কি আর করা সকাল বেলা ঘুম থেকে উঠেই একা চলে গেলাম দুবলহাটি জমিদারবাড়ি ঘুরতে।

আগে কখনও যাই। যাই হোক রিক্সা নিয়ে চললাম একা একা। পথে যেতে যেতে সকালের কুয়াশা মাখা আবহাওয়া ও সাথে হালকা বৃষ্টি ভালই লাগছিল।


জমিদারবাড়ির সামনের দৃশ্য।
একসময় পৌছে গেলাম জমিদার বাড়ির সামনে।

জমিদারবাড়ির ভেতরের দৃশ্য।
অযত্ন আর অবহেলা নষ্ঠ ধ্বংশপ্রাপ্ত জমিদার বাড়ি দেখে মনটা খুবই খারাপ হয়ে গেলো।










দুবলহাটি জমিদার বাড়ি সম্পর্কে আগ্রহীরা এখানে দেখতে পারেন -
দুবলহাটি জমিদারবাড়ি