ভেতর জানেনা সূর্যের স্পর্শ কেমন হয়
বৃষ্টি ধোয়া ছাদ, প্রান্তে জমানো জল।
আলো না এলে প্রতিফলন কোথায়
ভীড়ের পাহাড়ে ভীষন তোলপাড়
ফিরে যায় অবহেলা
পুরোনো জানালায়।
ক্যানো ঘর বায়ু লুকিয়ে রাখে
সরল জানেনা বৃত্তের দৌড় কেমন হয়।
যখন কালো দুরন্ত হয়ে ওঠে
সপ্রভার পৃথিবীর পথে
আশ্রয়ের লোকালয় কোথাও হারিয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




