জলভাগ চলে আসে আমার ঘুমে
এখানে বুক তৈরী করেছিল শৈশব
ঢেউটিনে রোদ নিয়ে
পাতাদের সে কি অহংকার
জলের মধ্যে খাবার
একখন্ড বর্গক্ষেত্র ডুবে আছে প্রতুত্তরে
হাতের ফোড় তুলে নাও খাদ্যহীন
বাধা পড়ে যাও যুদ্ধ করায়
যাদের অজস্র রোজগারের পাঠ বন্দী থাকে।
জানালার পরেই ঝুলে থাকা দেয়াল
চৌকোশ স্বাধীন
বায়ু আর আপন হবেনা ধুলোদের
ফিরে আসে ভেজা ভর
মেঝের একটা একটা বাড়ির চারপাশে
ঘরেরই তো বই, পোকাদের পড়া নেই
ঢেকে রাখা খাবার বেড়ালের নখ বুজে দেয়
কলসের গায়ে জেগে থাকে নিশ্বাস।
খুব হাসি নিয়ে বাষ্প দূরে প্রেম হবে
মন আর শিলাস্তুপ স্তবকের মায়ায়
পেরেক ঠুকে দেখতে পারো
তোমার ছোট ফুটের ব্যাসার্ধ
হাটুর ভাজ হাতের মধ্যে
শতকরা জল পরিনামে ভেসে যাও।
ভেতরে স্ক্র্যাচ নিয়ে দাড়িয়ে
কয় হাটু পা মৃত
একটা সবিস্তার সমীকরণে
কতটুকুই জায়গা নিয়ে গ্যাছে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




