পাখি তোমার আকাশ নিতান্তই শব্দ
ব্ল্যাক আউট মুছে দেয়া খনিজের লোভ
বায়ু-যোজনের ভাঙা বন্ধন, দীর্ঘশ্বাস।
রুটির ছিদ্রে আহত পথ পরে থাকে
কতটা তার ব্যান্ডেজ কভার
বেড়ে ওঠো আমার প্রতিটি আঙ্গুল স্টেনগান
সব ক্ষেত্রফল ভেঙ্গে দিলে এই ঘর
তুমি চাদরের ছাপায় মিশে থাকো আমার শিশু
অসংখ্য ফুল কারুকাজ
মিথ্যে হবেই খুব কাছাকাছি প্রেম, অণুকোষ
সেতুরা আপন হবে যেতে না পারায়
পয়েন্ট জিরো থেকে
পা দেবার মাপে
ফেরি কর মেসোপটেমিয়া
চারপাশ ঘর ছোট হলে
কতদিন খাদ্য জমে থাকে
জলেরা চলে গেলে এই মাছ
স্কুল ছুটির আর ঘন্টা হবে না পেতল
চিনিনা বেতারের আয়ন ইথার আর
কিন্তু দৌড় হলে
গর্ভ চুপ থেকো মায়ের পেটে
নীল বাঙ্কার
বালুঝড় থেকে লাইনের লাল ফ্ল্যাগ
শিশুর জেট
আর শহরের পা'গুলি অচেনা হয়ে গেলে
পৃস্ঠা ভরা বাধাই ছিড়ে দাও
তৈরী হও ঝুলনের দোলনা বিন্দু বোমা।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




