আমরা প্রায় সবাই যে যার মত করে নিজের জায়গায় ছোট-খাট একজন স্বৈরাচারী।
হাসিনার পাওয়ার বেশী, ও বড় স্বৈরাচারী, আর আমাদের যাদের যেমন পাওয়ার আমরা সেই মাপের স্বৈরাচারী।
কেন এই কথাটা মনে আসল বলি। একটা উদাহরন দেই: গতকাল অনেকেই হয়ত একটা ভিডিও দেখছেন, একজন স্বঘোষিত “সিনিয়র সিটিজেন” ভীষণ রেগে গেছেন, বাচ্চাদের তুই-তোকারি করছেন; কেন? ছাত্ররা তার গাড়ীর ড্রাইভারকে U-টার্ন না নিয়ে একটু দূরে গোল চক্কর থেকে ঘুরে আসতে বলেছে! এই হচ্ছে ছাত্রদের অপরাধ, যারা স্বচ্ছাসেবক হিসাবে ট্রাফিক কন্ট্রোল করছিল। সে তার ড্রাইভারকে বলেছে “অগো ওপর দিয়া গাড়ী চালায় দে” “চিনোস আমারে তোরা” ইত্যাদি ইত্যাদি। যেই না আপনার অসুবিধা হলো আপনি হাসিনা হয়ে গেলেন!
আমাদের মনের ভিতরে নানান ছদ্মবেশে এই স্বৈরাচারী উপাদানগুলি লুকিয়ে আছে। মনের পরতে পরতে জমে থাকা আমাদের পরিবার, স্কুল, সমাজ থেকে পাওয়া এই ক্ষতিকর নেগেটিভ মনোভাবগুলিকে প্রশ্ন করতে হবে, আত্মজিজ্ঞাসার মত, আচ্ছা আমার মনের মধ্যে যে হাসিনা আছে তাকে ক্লিয়ার করি কেমনে?
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৬