ব্লগে নুতন হওয়ায় কোন পোষ্ট এ কোন মন্তব্য লেখার যোগ্যতা অর্জন করিনি। কিন্তু মাথার মাঝে যে সব ভাবনা খোচা মারছিল তা প্রকাশ না করাটা অন্যায় । কারণ , যদি আমার ভাবনায়-অনুভবে কোনো ভুল থাকলে তা জানা যাবে, নিখরচায়। । । । ।
বিজয়ের মাস এলেই আমরা বাংগালী জাতি মুক্তিযুদ্ধ আর যুদ্ধ অপরাধীদের নিয়ে সবাক হয়ে উঠি, বিভিন্ন রাজনৈতি দল, বিভিন্ন বুদ্ধিজীবি সংগঠন, সুনাগরিক এবং মুক্তিযুদ্ধ সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে উঠে , যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে সোচ্চার হয়ে উঠেন । এ বছরে সবারই এ চাওয়া আরো বেশি এবং কেউ কেউ এ ব্যাপারে সরকারের ভূমিকা কে প্রশ্নবিদ্ধ করছেন যে তারা এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছেনা । আমার জানতে চাওয়া এ ব্যাপারে গত ৩৬ বছর কোন কোন সরকার , কোন কোন সংগঠন আর কোন মুক্তিযোদ্ধা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছিলেন । এখন জরুরী অবস্থা চলছে বলে সবার বুকে সাহস এসেছে , এমন এক চাওয়া যেন সব সমস্যার সমাধান এক বছরের মাঝে শেষ হয়ে যাবে । নাকি আমাদের জন্য জরুরী অবস্থা প্রয়োজন সব সময়???? আর রেসের ঘোড়া কে মাল টানতে বললে , সে না পারবে রেস জিততে না মাল বহন করতে । আর Democracy, Democracy বলে নিজেরাই এখনও জানি না Democracy কি ? কারণ , আমরা এখনও দল আর নিজের স্বার্থের উপরে দেশের স্বার্থকে বড় করে দেখতেপারিনি । বলার সময় অনেক ন্যায় নীতি ,আদর্শের কথা বলি কিন্ত যখন নিজের স্বার্থে লাগে তখন আগে নিজের স্বার্থটাকে বাচাবার জন্য সব বলি দেই , দেশ তখন খুবই নগণ্য বিষয় ।
যত সংশয় থাকুক , যত নিরাশা থাকুক আমিও চাই সেই বিশ্বাসঘাতকদের বিচার , চাই সব মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদা , দেখতে চাইনা কোন মুক্তিযোদ্ধাকে সেই বিশ্বাসঘাতকদের কাছে দুমুঠো ভাতের জন্য হাত পাততে । তাই শুধু বিজয়ের মাসে নয় , আমাদের মুক্তিযুদ্ধ চেতনা উজ্জীবিত থাকুক সারা বছর । এ ব্যাপারে কতগুলো পংত্তি
কবিতা লেখতে কি উপলক্ষ্য লাগে ?
জানি না আমি , তবুও দেখি ফাগুনে
রং বেরং এর উচ্ছাস , বর্ষায় ঝম ঝম বৃষ্টি
আর বৈশাখে আম কুড়ানো ঝড়ের লিখনী ।
মন কি আমার স্বপ্নহীন মরুভুমি ?
কেন আমি চোখ বুজলেই দেখতে পাই না
ঝম ঝম বৃষ্টি , অনুভব করিনা ফাগুনের উষ্ণ উচ্ছাস
কেনইবা আম কুড়াতে অপেক্ষায় থাকতে হয়
আরও এক বৈশাখের ।।
ভাল থাকুন সবাই। ভাবুন নিজের অবস্থান কোথায় , দেশটাকে কতুটুকু গুরুত্ব দেই !!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






