somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাকির নায়েক কি মিথ্যা বলেছেন

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক ব্যক্তি রেফারেন্সসহ প্রমান করলেন যে জাকির নায়েক মিথ্যার আশ্রয় নিয়েছেন। এটা যদি কেউ খন্ডন করতে না পারে তবে ধরে নিব যে জাকির নায়েক আসলেই চরম মিথ্যাবাদী।

জাকির নায়েকের মিথ্যাচার “কল্কি
অবতার সম্মন্ধে”
জাকির নায়েক এবং তার কপিপেস্ট ভক্তরা
দাবী করে থাকেন যে মুহম্মদ ই হল
হিন্দুদের সর্বশেষ অবতার কল্কি যার কথা
কল্কিপুরানে বলা হয়েছে।
আসলেই মুহম্মদ কি কল্কি পুরান এর কল্কি
অবতার?এ নিয়ে ইসলামিক অপপ্রচার আর
প্রকৃত সত্যের তফাত টা নিজেরাই দেখে
নেই-
পর্যবেক্ষন ১
কল্কি পুরান এ বলা আছে কল্কি অবতার এর
পিতা ও মাতা উভয়েই সময় জীবিত ছিল
অথচ মুহম্মদ এর পিতা তার জন্মের আগেই
মৃত্যুবরন করেন। (কল্কি পুরান ১.২.১৫)
পর্যবেক্ষন ২
[জাকির নায়েকের দাবী-
কল্কি পুরান এ বলা আছে যে
তিনি জন্ম নিবেন একটি মাসের ১২
তারিখে।মোহাম্মাদ (সঃ) ১২ ই রবিউল
আউয়াল মাসের ১২তারিখে জন্ম গ্রহন
করেছিলেন]
এই দাবীটা সম্পুর্ন ভিত্তিহীন।কল্কি
পুরানেই দেখে নেই তার জন্মতারিখ
द्वादश्यां शुक्ल-पक्षस्य माधवे मासि माधवम्।
जातं ददृशतुः पुत्रं पितरौ हृष्ट-मानसौ।।
(1:2:15 Kalki Purna)
অর্থাত্ মধ্ব(সংস্কৃত চৈত্র মাসের)
শুক্লপক্ষের দ্বাদশ তারিখ তিনি জন্ম
নেবেন যা ইংরেজী ফেব্রুয়ারী মাসের
সমান্তরাল।
অপরদিকে রবিউল আউয়াল এর ১২ তারিখ
ইংরেজী ক্যালেন্ডার এর ২০ ই এপ্রিল ছিল
যেদিন মুহম্মদ জন্মগ্রহন করেন বলে
মুসলমানদের বিশ্বাস।
পর্যবেক্ষন ৩
[জাকির নায়েকের দাবী-
আর বলা আছে তার বাবার হবে বিষ্ণুইয়াসি
যার অর্থ সৃষ্টিকর্তার গোলাম। আব্দুল্লাহ
শব্দের অর্থ ও সৃষ্টিকর্তার গোলাম।]
আসলে নামটা হবে বিষ্ণুযশ যার অর্থ
"ঈশ্বরের গর্ব",সৃষ্টিকর্তার গোলাম নয়।
এছাড়া পদ্ম পুরাণ(৬.২৪২.৮-১২) তে বর্ণিত
আছে বষ্ণিুযশ প্রথমে স্বংম্ভু মনু(প্রথম সৃষ্ট
মানুষ) রুপে জন্ম গ্রহন করেছিলেন যিনি
কঠোর তপোস্যা করে ঈশ্বরের কাছ থেকে
বর(ইচ্ছা) প্রার্থনা করেছিলেন ঈশ্বর যেন
তার পুত্র রুপে আবির্ভুত হন। ঈশ্বর তাঁকে
কথা দিয়েছিলেন তিনি ৩ বার তাঁর পুুত্র
রুপে অবতীর্ণ হবেন। পরবর্তীতে দশরথ
রুপেস্বংম্ভু মনু জন্ম গ্রহন করেন এবং ঈশ্বর
রাম রুপে তাঁর ঘরে অবতীর্ণ হন তারপরে
স্বংম্ভু মনু বাসুদেব রুপে জন্ম গ্রহন করেন
তখন ঈশ্বর শ্রীকৃষ্ণ রুপে তাঁর ঘরে অবতীর্ণ
হন এবং সর্বশেষে স্বংম্ভু মনু কলিযুগের
শেষে বষ্ণিুযশ রুপে জন্ম গ্রহন করবেন এবং
ঈশ্বর তখন তাঁর ঘরে অবতীর্ণ হবেন।উল্লেখ্য
মনু পৃথিবীর প্রথম মানুষ যদিও তিঁনি ছাড়াও
ঈশ্বর মনুর সাথে অত্রি,বশিষ্ঠ,বৃ
ঘু,জমদাগ্নি,বশ্বিামত্রি,আগস্ত,
ভরদ্রাজ,দক্ষ প্রভৃতি মানুষ সৃষ্টি
করেছিলেন মানুষের বংশ বৃদ্ধির জন্য।
পর্যবেক্ষন ৪
[জাকির নায়েকের দাবী-
সুমতিঃ “সু” অর্থ শান্ত এবং “মতি” অর্থ
আত্মা বা হৃদয়। অর্থাৎ “সুমতি” শব্দের অর্থ
পরিতুষ্ট আত্মা। আরবীতে “আমিনা”
শব্দের অর্থও শান্ত বা পরিতুষ্ট আত্মা।
(আমিনা নবী হযরত মুহাম্মদের মাতার
নাম)]
সুমতি অর্থ আত্মা তা এই প্রথমশুনলাম।
হাহাহা। আর এই ক্ষেত্রেও গতপর্বের
উদাহরন প্রযোজ্য। বিসমিল্লাহির
রাহমানির রাহিম আর দয়ানন্দ নমো নমোঃ
এর অর্থ যেহেতু এক তাহলে কোরান কি
মহর্ষি দয়ানন্দ সরস্বতীর নাম ভবিষ্যত্বানী
করছে? একভাষার সাথে অন্যভাষার শব্দের
অর্থ মিলিয়ে ব্যক্তিমিল খোঁজাটা খুব ই
হাস্যকর। নিতান্ত মূর্খ না হলে এমনটা কেউ
করেনা। মাতা সুমতির ৪র্থ সন্তান রুপে
ঈশ্বর পৃথিবীতে আসবেন এর পূর্বে মাতা
সুমতি কবি,প্রজ্ঞ্রা ও সুমন্ত্র নমে ৩
সন্তানর জন্ম দিবেন। আমিনা শুধুমাত্র
মুহাম্মদ(স:) কে জন্ম দিয়েছিলেন।
পর্যবেক্ষন ৫
[জাকির নায়েকের দাবী-
এবার আসুন সংস্কৃত “শম্ভুল” শব্দ কি বুঝানো
হয়েছে?
ভারতের বৈদিক যুগের পন্ডিতরা পৃথিবীর
স্থলভাগকে সাতটি অঞ্চলে ভাগ
করেছিলেন।
১.জম্বুঃ ভারত, তিব্বত ও চীন অঞ্চল
২.শাকঃ পারস্য ও ইরাক অঞ্চল
৩.কুশঃ আফ্রিকা অঞ্চল
৪.ক্রৌঞ্চঃ ইউনান বা গ্রীস
৫.প্লক্ষ
৬.পুষ্করঃ স্পেন ও ইতালী অঞ্চল
৭.শম্ভুলঃ আরব অঞ্চল]
এই তথ্যটি জাকির কোথা থেকে পেলেন তা
জানিনা।তবে শম্ভুল কোন অঞ্চল নয় বরং
কল্কির জন্ম নেয়া গ্রামের নাম।
আর এই গ্রামটি আরব এ নয় বরং যমুনা ও
গঙ্গার মাঝামাঝি অবস্থিত।
(কল্কি পুরান ৩.৩৯.১)
পর্যবেক্ষন ৬
[জাকির নায়েকের দাবী
সাধারণত সব হিন্দু বিশ্লেষকরা মানেন যে
বেদে মোহাম্মাদ (সঃ) এর কথা বলা
হয়েছে। কিন্ত সাধারন হিন্দুরা কেন জানি
মানতে চায় না জানি না।]
আরেকটা বড় মিথ্যা।কোন হিন্দু
গ্রন্থবিশারদ ই এটা বলেননি।
পর্যবেক্ষন ৭
কল্কি পুরান এর তৃতীয় অধ্যয় এর ৪৩নং শ্লোক
এ লেখা হয়েছে তাকে তার গুরু রামদেব বেদ
শেখাবেন।এখন কথা হল মুহম্মদ কি বেদ
শিখেছিলেন?
পর্যবেক্ষন ৮
ব্রহ্মান্ড পুরান(১/২/৩১/৭৬-১০৬),বায়ু পুরান
(৫৮/৭৫-১১০) হতে জানা যায় যে কল্কি
পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যাবেন এবং
সেখানকার খারাপ লোকদের হত্যা
করবেন,এতে আর খুব কম লোক ই অবশিষ্ট
থাকবে এবং তাদের মাধ্যমে আবার সত্যযুগ
শুরু হবে।কল্কির চিন-দক্ষিন কোরিয়ে
এলাকায় যুদ্ধের কথা কল্কি পুরানে স্পষ্ট
ভবিষ্যত্বানী করা আছে।এগুলো কি মুহম্মদ
এর সাথে মেলে?
পর্যবেক্ষন ৯
কল্কি পুরান ৩.৪৬ এ দেয়া হয়েছে কল্কি
এবং তার স্ত্রী নিরামিষভোজী ছিলেন।
মুহম্মদ ও তার স্ত্রী ছিলেন কি?
পর্যবেক্ষন ১০
কল্কি পুরান মতে কল্কি এর স্ত্রী একজন
এবং তিনি"সিংহল" এর অধিবাসী যা একটি
সমুদ্রবেষ্টিত দ্বীপ।(কল্কিপুরান ১.৩.৯-১০)।
অপরদিকে
মুহম্মদ ১১টি বিয়ে করেছিলেন এবং তাদের
সবাই আরব এর অধিবাসী ছিলেন।পদ্মা যে
শহরে বাস করবেন তার পূর্ণ বিবরন আছে
(খুব সংক্ষেপে দিলাম)বলা আছে যে সেই
শহরে রকমারী অলঙ্কার এবং বিমান
সুসজ্জিত থাকবে। কল্কি পুরাণ:২.১.৩৯-৪১।
পর্যবেক্ষন ১১
জাকির নায়েকের যুক্তি: কল্কি অবতার এর
এক হাতে থাকবে তরবারী যা তিনি
শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করবেন।মুহাম্মদ(
:)আত্মরক্ষার জন্য তরবারী ব্যবহার
করতেন।
যুক্তি খন্ডন: কল্কি অবতারকে রত্নামেরু
নামের একটা তরবারী প্রদান করবেন
ভগবান শিব। মুহাম্মদ(স:) আর কল্কি অবতার
দুজন আলাদা একটা প্রমান।
পর্যবেক্ষন ১২
জাকির নায়েকের যুক্তি: মুহাম্মদ(স:) ধ্যান
করেছিলেন গুহায় আর কল্কি অবতারও সে
কাজ করবেন বলে কল্কি পুরানে উল্লেখ
আছে।
যুক্তি খন্ডন:মুহাম্মদ(স:) ধ্যান করেছিলেন
হেরা পর্বতের গুহায় আর পুরাণ অনুযায়ী
কল্কি অবতার ধ্যান করবেন হিমালয়
পর্বতের গুহায় তাহলে দুটো এক কিভাবে হয়।
পর্যবেক্ষন ১৩
মুহাম্মদ(স:) ওহি অর্জন করেছিলেন
গাবরাইল এর কাছ থেকে ইসলামিক ধর্ম
শাত্রে এটা বর্নিত আছে।অপরদিকে
পৌরাণিক মতবাদ এবং বিশ্বাস অনুযায়ী
কল্কি অবতার হচ্ছেন স্বয়ং ঈশ্বর তাঁর কোন
জ্ঞনের দরকার নেই। কল্কি পুরানে উল্লেখ
আছে তিনি শিক্ষা অর্জন করবেন
পরশুরামের কাছ থেকে। পরশুরাম আর কেউ
নন তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের ৬ষ্ঠ
অবতার,তিনি এই কলিযুগের শেষ দিন
পর্যন্ত পৃথিবীতে থাকবেন।
পর্যবেক্ষন ১৪
কল্কি পুরাণ:২:৭.৫-৯ তে যুদ্ধের একটা
অংশের বর্ননা দেয়া আছে যেখানে আছে
গর্গাকল্কির পক্ষের এক সেনা প্রধান) এবং
তাঁর সৈন্য ৬০০০ সৈন্য হত্যা করবে এবং
ভার্গা (কল্কির পক্ষের এক সেনা প্রধান)
এবং তাঁর সৈন্য হত্যা এবং অহত করবে ১১
লক্ষ সৈন্য। ভার্গার বন্ধু পক্ষের সৈন্য ২৫০০
সৈন্য হত্যা করবে। মুহাম্মদ(স:) এর সময়ে
এমন কোন যুদ্ধ হয় নি।
পর্যবেক্ষন ১৫
মুহাম্মদ(স:) এর কোন ছেলে ছিল না। কিন্তু
কল্কি অবতারের ২ ছেলের কথা বলা হয়েছে
কল্কি পুরানে।তাঁদের নাম জয় এবং বিজয়
এবং তাঁরা যুদ্ধে অংশ গ্রহন করবেন।
তাই এসব অপপ্রচার এর বিরুদ্ধে সজাগ
থাকুন।
ওঁ শান্তি! শান্তি! শান্তি!

সুত্র:https://web.facebook.com/profile.php?id=100014067281145&fref=nf
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

×