সাগর রুনির হত্যাকান্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে "হাস্যকর" আখ্যায়িক করেছে ডয়েচ ভেলের সেরা ব্লগার "আবু সুফিয়ান" View this link । সেই সাথে ফুসলে উঠেছে গোটা বাংলা। মনে হচ্ছে আওয়ামী লিগের অনেক গুলো ব্যর্থতার মাঝে এটাও একটা ন্যাক্কার জনক ব্যর্থতা। পাপের সের যখন পূর্ণ হয় বিচার আপনা থেকেই হয়। সাধারণ জনগণ আজ ফুসলে উঠেছে শুধু অপেক্ষা করছে ইলেকশনের।
সুরঞ্জিতের অর্থ কেলেংকারী যেমন মুড়িয়ে দিয়েছে ঠিক তেমনি আজ সাগর রুনির হত্যাকান্ডকে জজমিয়া নাটক সাজিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। ভাবতে ঘৃণা হয় এরা আজ দেশ চালাচ্ছে আর আমরা সাধারণ জনগন মানসিক যন্তনায় ধুকে ধুকে মরছি!
বজ্রকন্ঠে এগিয়ে চলুন সকল ব্লগার "আবু সুফিয়ান তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে"
সন্ত্রাসি, খুনিদের কালোহাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। আমরা সবাই জানি কারা এর পেছনে রয়েছে, এটা আজ ওপেন সিক্রেট। যতোদিন না প্রকৃত খুনি সামনে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যা-ই খাওয়ানোর চেষ্টা করুক না কেন আমরা তা অত্যান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




