বাংলাদেশ নিউ জিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে, এটা খুব আনন্দের, কিন্তু এতে উচ্ছাসে ভেসে যা্বার সুযোগ নেই। আমার মনে হয় জিম্বাবুয়ে ব্ল্যাক ক্যাপস্দের চেয়ে বাংলাদেশকে বেশি সমস্যায় ফেলবে। তারা সম্প্রতি দক্ষিন আফ্রিকায় হারলেও দারুন লড়াই করেছে, দক্ষিন আফ্রিকার বোলিং আমাদের চেয়ে অনেক শক্তিশালী, তারপরও ওরা ভালো ব্যটিং করেছে, এতে তাদের ব্যাটিং সামর্থ্য বোঝা যায়, নিউ জিল্যান্ডের অনভিজ্ঞ মিড্ল অর্ডার তেমন ভালো করতে পারেনি, যার জন্য ওরা হেরেছে, আমাদেরও সাকিব ছাড়া কেউ মিড্ল অর্ডারে ভালো করতে পারেনি, তারপরও বোলিং খুব ভালো হওয়ায় আমরা জিতে গেছি।
জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে টাইগারদের অবশ্যই সর্বশেষ সিরিজের চেয়ে ভালো ব্যাটিং করতে হবে, বিশেষত মিড্ল অর্ডারকে ধারাবাহিক হতে হবে, জুনায়েদ, রকিবুল হাসান কে বাদ দিয়ে নাঈম, জহুরুল অথবা অন্য কাউকে সুযোগ দেয়া উচিৎ, দেশের মাটিতে বিশ্বকাপ-তাতে স্মরণীয় এবং সেরা নৈপূণ্য প্রদর্শন না করতে পারলে জাতির আফসোসের সীমা থাকবে না।
সবকিছু বিবেচনা করে দলে পারফর্মার এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় ঘটিয়ে বিশ্বকাপে ইতিহাসের সেরা খেলা উপহার দেবে বাংলার সোনার ছেলেরা এটাই আজকে জাতির প্রত্যাশা, দল ব্যবস্থাপনায় যারা আছেন তারা সেরা দল বেছে নেবেন ক্রিকেটের সর্বোচ্চ এ আয়োজনের জন্য, এটাই কাম্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




