উল্টোপাল্টা ডায়লগ বা কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রি ব্যপক ভাবে সমালোচিত হয়েছেন। প্রধান দুই দলের জনসভার বেশির ভাগ কথাবার্তাই উল্টোপাল্টা। "আমরা বিরোধী দলে গেলে কখনই হরতাল করবনা।"- হাসিনা। এই সরকার কে লুলা করে ছেড়ে দেব এনশাল্লাহ।-খালেদা। এইগুলো বাংলাদেশের নোংরা রাজনীতির অংশ। দেশের জনগন এগুলোর বেশিরভাগ কথার তেমন একটা পাত্তা দেন না।
কিন্তু জনগনের জানমালের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার নিয়ে যখন নেতারা বেফাস কথা বার্তা বলেন তখন মানুষ অনেক কষ্ট পায়। জিহব্ এর বিষ গোখরা (কিং কোবরা) থেকেও বিষাক্ত। আর এখন তথ্য প্রযুক্তির যুগে এই সমস্ত বিষ ছড়িয়ে পড়ছে টিভি, ইন্টারনেট, সংবাদপত্রে।
আল্লার মাল আল্লা নিয়ে গেছেন। .... গরুছাগল চিনলেই গাড়ীর চালক হতে পারে। এই সমস্ত ফালতু কথা বার্তা তাদের কে কে শিখিয়েছেন?
এই দেশের জনগন হয়ে আমরা কি অপরাধ করেছি যে, আমাদের স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই? তারপরেও আমাদের মৃত্যু নিয়ে উপহাস কর হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব তখন দেশের প্রধান ছিলেন। সেই হত্যার বিচার হয়েছে। সেজন্যই কি হাসিনা সব কিছু ভূলে গেলেন। তিনিতো অসাধারন ব্যক্তি ছিলেন। কিন্তু আমরাতো খুবই সমান্য মানুষ। আমাদের স্বাভাবিক মৃত্যুর গেরান্টি নেই কেন?
সাধারণ মানুষের মধ্যে সমাজের জঞ্জাল ভেদ করে কিছু মানুষ জন্মায় যারা মানবতার কল্যাণ করে .... মিশুক মনির, তারেক মাসুদ, সগর, রুনি.....এই ধরনেরই ব্যক্তিত্ব। কিন্তু কেন আমরা এদেকে অবহেলায় হাড়িয়ে ফেলি।
যদি এমন ও ধর হয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। তারপরেও জিহব্ টাকে একটু শামলে রাখেন। আর কিছু না পারেন চুপ চাপ থাকেন। দয়া করে ছোবল দিবেন না। আপনাদের মুখে অনেক বিষ। একটু শান্তি দেন প্লিজ।
বেডরুমেতো সন্ত্রাসী জন্মায় না। দেশের আইন শৃঙ্ঘলা পরিস্থিতি অবনতী হলে বেডরুম আর সুরক্ষিত থাকেনা। এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। কাকে স্বরাষ্ট্র মন্ত্রী বানালেন, যিনি থাকা সত্বেও আপনাকে এর জবাব দিতে হয়। আপনাকে বিতর্কীত হতে হয়।
কদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের কর্মীদের যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল, তার জন্য কি করেছিলেন।
আমি মনে প্রানে জাময়েত/শিবিরকে পছন্দ করিনা। কিন্তু এই ভাবে কেন ছাত্ররা প্রান দিবে। তারা এই দেশেরই তো সন্তান। হয়ত বলবেন, এর চেয়ে বেশি বিএনপি/শিবির করেছিল? আপনারা কি এর চেয়ে ভাল হতে পারবেন না। সময় কোথায়? তারপরেও একটা অনুরোধ থাকবে। আর কিছু না পারেন জিহবাটা একটু সামলান।
আমি বুঝিনা বাংলার মানুষ তারপরেও কেন আপনাদের ভোট দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এমন আচরন অনকেই কষ্ট দেয়।
হয়ত সাগর- রুনি আত্মাই আপনার বাবার কাছে বিচার দিবে, আপনার মেয়ে এগুলি কি বলছে?
আর না হলে অপেক্ষায় আছি যখন আমার অপঘাতে মৃত্যু হবে তখন আমিই প্রশ্নটি করব। কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


