রমজান মাস চলতাছে,সংযমের মাস।আর সরকার কে জনগন ভোট দিয়া ক্ষমতায় বসাইছে,সরকারের একটা দায়িত্ব আছে না?? তাই এই রমযান মাসে সরকার জনগনের সংযমের পরীক্ষা নিতাছে।কি?? টেনশনে পরা গেলেন?আরে ভাই,এর নামই তো পরীক্ষা! বুঝতেও পারবেন না কেমনে আপনেগো পরীক্ষা চলতাছে।
১)এই যে সময়ে অসময়ে দেখেন কারেন্ট নাই।কি? ভাবতাছেন সরকারের কাছে বিদ্যুত নাই? আরে না রে ভাই! আপনেগো বুঝার ঘাটতি আছে।আসলে আপনেরা কতটুকু সংযমী এটাই পরীক্ষা করা হইতাছে।পাশাপাশি সংযমের শিক্ষাটাও হইয়া গেলো।
২)পানি!আরে ভাই,রোজা রমজানের দিন পানি কম কম খাইবেন।রমজান মাসে যদি এই কষ্টটুকু করতে না পারেন তাইলে কিসের সংযমী হইলেন? ১গ্লাস দিয়া ইফতার করবেন,আরেক গ্লাস সেহরির সময়ে।
৩)গ্যাস! বাঙ্গালী আসলে রোজাই রাখে,রোজার শিক্ষা তাগো ভিতরে নাই।গ্যাসের কি দেশে অভাব আছে নাকি?? তারপরেও রমজান মাস বইলা কথা।সংযমী হওয়া লাগব বাঙ্গালীগো।দুই বেলার রান্না এক বেলায় করার শিক্ষা গ্রহন করা লাগব।তাই,সরকার এই রমজান মাসে সংযমের শিক্ষা বিতরণ করতাছে।
৪)দ্রব্যমুল্য! আরে ভাই,সারা বছর তো কম দামে জিনিস পত্র কিনা খান।এই একটা মাস একটু সংযমী হন।আসলে জনগন যাতে কম খায় তাই দ্রব্যমুল্যটা একটু বেশি করা হয়।আর তা পুরাই জনগনের কল্যানে।আর এটা স্পেশালি ফারুক ভাইয়ের অবদান।
৫)আইনশৃংখলা! আইনশৃংখলা পরিস্থিতি পুরাই স্বাভাবিক।এই যে দেখতাছেন চুরি,ডাকাতি,ছিনতাই,খুন এইসব আসলে জনগনের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরকারের বিশেষ প্যাকেজ প্রোগ্রাম।পাবলিক বেশি বেখেয়াল হইয়া গেছে।তাই একটু.....
আসুন আমরা সরকারের সমালোচনা না করে আসলে জনগনের উপকারের জন্যই যে সরকারের এতো পরিকল্পনা তা আমরা উপলব্ধি করার চেষ্টা করি।আর আমরা সরকারের উদ্যোগ সফল করতে সংযমী হই।আর বেশি বেশি BTV দেখি এবং সরকারের ভালো কাজের প্রশংসা করি।আর জননেত্রী শেখ হাসিনা কে যেন আল্লাহ আরো হাজার বছর হায়াত দান করে সেই দোয়া করি।আমীন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



