"VOTE FOR SUNDARBAN" এই শ্লোগান কে সামনে রেখে গত ১৭ই অক্টোবর দিনভর মিরপুর স্টেডিয়াম এবং ঢাকা চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সচুন্দরবন কে ভোট দেবার জন্য উৎসাহিত করে গেলো ফ্রেন্ডশিপ'০৮ এর সদস্যরা।
আমাদের দেশের অধিকাংশ মানুষই এটাকে নিয়ে মোটেও ভাবে না।একটু ভেবে দেখুন তো? পৃথিবীর সপ্তাশ্চর্য হিসেবে যদি বাংলাদেশের সুন্দরবন নির্বাচিত হয়েই যায়,তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? পর্যটন শিল্প থেকে আয় হবে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা।আর বিশ্বের ৫০% লোক বাংলাদেশের নামই শুনে নাই।এমনকি বহু আমেরিকান পর্যন্ত বাংলাদেশের নাম শুনেনি।তাই এই সুন্দরবনের মাধ্যমে বাংলাদেশ পাবে বিশ্বের মাঝে ব্যাপক পরিচিতি।
এই কথাগুলো ভেবেই ফ্রেন্ডশিপ'০৮ "VOTE FOR SUNDARBAN" শ্লোগান নিয়ে নেমে পড়ে প্রচারাভিযানে।এই প্রচারাভিযানে স্পন্সর হিসেবে এগিয়ে আসে "তেপান্তর হাউজিং কোম্পানি লিমিটেড"।
প্রথমেই ক্যাম্পেইন করা হয় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার ৫ম ম্যাচে।সেখানে প্রচুর সাড়া পাওয়া যায়।সেখানে আগত দর্শনার্থীদের সুন্দরবনকে ভোট দেবার ব্যাপারে উৎসাহিত করা হয়।
এরপর ঠিক একইভাবে ঢাকা চিড়িয়াখানায় চালানো হয় "VOTE FOR SUNDARBAN" ক্যাম্পেইন।সেখানেও আগত দর্শনার্থীদের সুন্দরবনকে ভোট দেবার ব্যাপারে উৎসাহিত করা হয়।অনেকে ভোট দেবার পদ্ধতি জানতে চায়,তাদেরকে কিভাবে ভোট দিবে তা বলে দেওয়া হয়।
আসুন না,নিজেকে নিয়ে ভাবার পাশাপাশি দেশকে নিয়ে ভাবি।নিজেদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলি।আমাদের মূল্যবান ভোটই আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে যেতে বিশ্বের দরবারে এক মর্যাদাপূর্ণ আসনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



