প্রশিকা কে নিয়ে অনেকের অনেক কথা থাকতে পারে।তারপরেও একবারের জন্য হলেও প্রশিকা থেকে ঘুরে আসুন।ঘুরে আসতে বলছি এজন্য,অনেক অভিজ্ঞতা হবে।যা আমরা পেয়েছি।
Bangladesh Youth Leadership Centre(BYLC) এর BBLT 5 (Building Bridges through Leadership Training) এ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষনের অংশ হিসেবে মাঠ পর্যায়ের প্রথম প্রশিক্ষনে নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জের প্রশিকায়।আগেই বলে নেই,এই প্রশিক্ষনে অংশগ্রহনকারী চল্লিশজন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে প্রায় এক হাজারের উপরে আবেদন করা ইংলিশ মিডিয়াম,বাংলা মিডিয়াম এবং মাদ্রাসার শিক্ষার্থী থেকে।
প্রশিকায় যাবার পর প্রথমেই আমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হয় তাদের প্রকল্পগুলো।সেখানে আমাদেরকে দেখানো হয় কৃত্তিম উপায়ে মধু চাষের পদ্ধতি।লিচু,শরিষার দানা এবং সুন্দরবন থেকে আহরন করা হয় এই মধু।তারপর দেখানো হয় তাদের গরুর খামার,মুরগীর খামার,কৃষি খামার,মৎস খামার,ফেব্রিক্স এবং বায়োগ্যাস সহ আরো অনেক প্রকল্প।বায়োগ্যাস প্রকল্পে আমাদেরকে দেখনো হয় অভিনব পদ্ধতিতে গ্যাস তৈ্রি।মাত্র সাত থেকে আটটি গরু হলে চার পাঁচ জনের একটি পরিবারের গ্যাসের চাহিদা মিটিয়ে বিদ্যুৎ চাহিদাও মেটানো সম্ভব।ঘুরে ঘুরে এই ধরনের উন্নয়নমুখী প্রকল্পগুলো সম্পর্কে আমরা অবগত করা হয়।যে বিষয়গুলো আমাদের মত শিক্ষার্থীদের জানা কঠিন ব্যাপার বিশেষ করে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য।
সেখানে রয়েছে বিশাল মাঠ।সেখানে বসে শুরু হয় BYLC এর সম্মানিত প্রেসিডেন্ট আন্তর্জাতিক ব্যক্তিত্ব ইজাজ আহমেদ এর আমেরিকার জন এফ কেনেডি স্কুল এর সিলেবাসের আলোকে লীডারশীপ ট্রেনিং।বলাবাহুল্য,যেখানে রয়েছে যোগ্য নেতৃ্ত্বের গুনাবলী অর্জনের চমৎকার কিছু পদ্ধতি।
আমাদের সমাজের মানুষজন এই তিন শিক্ষা ব্যবস্থাকে তিনভাবে দেখে।এবং এক মাধ্যমের শিক্ষার্থী আরেক মাধ্যমের শিক্ষার্থীকে একটু আড় চোখে দেখে যা আমাদের সমাজে বৈষম্যের সৃষ্টি করছে।এই বৈষম্য দূরীকরনে BYLC উদ্যোগ নেয় তাদের চিন্তা ধারাকে একটি সঠিক প্লাটফর্মে দাঁড় করাতে এবং একটি কার্যকর প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে নেতৃ্ত্বের যোগ্যতাসম্পন্ন করে তুলতে।
এই প্রশিক্ষনের অংশ হিসেবে আমাদেরকে নিয়ে যাওয়া হবে দেশের আরও অনেক পর্যবেক্ষনমুলক জায়গায়।আমরা মনে করি যার মাধ্যমে বৃদ্ধি পাবে আমাদের দেশপ্রেম এবং আমাদের মত যুবক যুবতীরা দেশসেবায় হয়ে উঠবে আরও উৎসাহী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



