সালাউদ্দিন
কাদের চৌধুরী
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপাপ্ত
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের
চৌধুরী রায়ের পরপর বলেন,
'আল্লামা সাঈদীর মতো একজন
মানুষকে ফাঁসি দেয়া হয়েছে, আর
আমি তো বড় গুনাহগার। দাও
তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও।'
মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল-এক
মানবতাবিরোধী অপরাধের
অভিযোগে মৃত্যুদন্ডের এ রায় দেয়ার পর
ট্রাইব্যুনাল কক্ষেই তিনি এ সব
কথা বলেন।
রায় পড়া শেষ হবার একটু
আগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর
স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন,
তুমি উঠে দাঁড়িয়ে বলো। তারপর
সালাহউদ্দিন কাদের চৌধুরী এসব
কথা বলেন। রায় পড়াকালীন পুরো সময়
জুড়েই তিনি বিচারপতিদের
ইংরেজি পড়া নিয়ে বিভিন্ন মন্তব্য
করেন।
রায় পড়া শুরু করার একটু পর সালাহউদ্দিন
কাদের চৌধুরী বলেন, রায়
লিখে আনা হয়েছে।
বাংলা ভালো করে পড়তে পারে না।
আর লেখে আনা রায় পড়তেছে। ত্রিশ
বছর ধরে লক্ষ লক্ষ মানুষ আমার পক্ষে রায়
দিয়ে আসছেন। আর আজ এখানে তিন
কুতুবের (বিচারপতির) রায় শোনার জন্য
আমাকে বসিয়ে রেখেছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য
করে তিনি বলেন, যখন তত্ত্বাবধায়ক
নিয়ে একসাথে আন্দোলন করেছিলাম
তখন আমি ছিলাম তার চাচাতো ভাই।
কত ভালোবাসা। নিজের
হাতে রান্না করে আমাকে খাইয়েছিল
তিনি বলেন, আর যেই
আমি বিএনপিতে যোগদান করলাম তখনই
যুদ্ধাপরাধী হয়ে গেলাম। আর
বিএনপিতে যোগ দেয়া আমার জন্য
কবিরা গুনাহ হয়েছে।
তিনি বলেন, মন্ত্রনালয়
যা লিখে দিয়েছে তাই
বিচারপতিরা পড়ছেন। তাও
দেখে দেখে ভালো করে পড়তে পারছ
না। রায়ের কপি সবার
কাছে রয়েছে বলেও মন্তব্য করেন
সালাহউদ্দিন কাদের চৌধুরী ।
৫নম্বর অভিযোগ পড়াকালীন
সময়ে বিচারপতিকে লক্ষ্য
করে তিনি বলেন, রায়ের এসব
অনলাইনে পাওয়া যাচ্ছে। পড়ার আর
দরকার কি?
বিচারপতি জাহাঙ্গীর হোসেন শেষ
করে চেয়ারম্যান বিচারপতি এটিএম
ফজলে কবির রায় পড়া শুরু
করলে তিনি বলেন, 'সোনা এখন লাল
হয়ে গেছে। আর মিয়া ঠিকই আছে।'
তিনি বলেন,
বিচারপতিরা কখনো আমাকে মাননীয়
সংসদ সদস্য সম্বোধন করেননি।
তাহলে তাদেরকে কেন আমি মাই লর্ড
বলবো।
আজানের সময় রায় পড়া বন্ধ
রাখলে বিচারপতিদের উদ্দেশ্য
করে তিনি বলেন,
নাস্তিকরা এভাবে মুখ বন্ধ
করে ফেললো কেন? সংবিধান
থেকে আল্লাহর উপর থেকে আস্থা বাদ
দিয়েছেন ফজলে কবির (সাবেক প্রধান
বিচারপতি খায়রুল হকের সাথে)। আর
এখন বসে বসে আযান শুনছেন।
ফাঁসির রায় ঘোষণার পর তিনি বলেন,
সাঈদীর মতো একজন
মানুষকে ফাঁসি দেয়া হয়েছে। আর
আমি তো বড় গুনাহগার লোক। দাও
তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও।
আলোচিত ব্লগ
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
নিজামী, মুজাহিদ, বেগম জিয়াও বিজয় দিবস পালন করেছিলো!!

মুক্তিযুদ্ধ চলাকালে বেগম জিয়ার মুরগী মগজে এই যুদ্ধ সম্পর্কে কোন ধারণা ছিলো না; বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংগালীরা পাকীদের মতো শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে পারে;... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার থেকে

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।