
আধুনিক,স্মার্ট ছেলে কাকে বলবেন?ভাল ভার্সিটিতে পড়েছে,লন্ডন-আমেরিকায় স্কলারশিপ পেয়েছে,বৈদেশিক ডিগ্রি আছে,নাসার বিজ্ঞানী,সিক্স ডিজিট স্যালারি পায়,ডাক্তার-ইঞ্জিনিয়ার,বিদেশী কোম্পানির কান্ট্রি ডিরেক্টর,অনলাইনের বড় ভাই যার হাজার হাজার হাজার ফলোয়ার আছে,গুগল-মুগলে চাকুরি করে----কাকে?
অনেকে আবার পৈত্রিক সূত্রে আধুনিক,স্মার্ট হয়ে থাকে।মেয়েরা ও মেয়ের মায়েরা তাদের পেছনে রাত-দিন এক করে দৌড়ায়।যেমন-এমপি,শিল্পপতি,বড় ব্যবসায়ি,মন্ত্রীর ছেলে।অনেকে আবার উপরের দুই শ্রেণির মিশেল--শিল্পপতির ছেলে,উন্নত বিশ্বে পড়ালেখা করেছে,নিজের প্রতিষ্ঠানে নিজেই চাকুরি করে।বেতন কোন বিষয় না তাদের কাছে।
আসলে এরা কেউ আধুনিক ছেলে না।আধুনিক ছেলে হলো,যারা--
১)ইউটিউব দেখে বউ বা মায়ের চুলে বেণি করে দেয়।
২)বাসায় রান্না করে মেহমানকে খাওয়ায় এবং বউকে চমকে দেয়।
৩)হাউজ ওয়াইফ স্ত্রীকে জামা-কাপড় ধুতে সাহায্য করে।যদিও নিজে ৯টা-৫টা অফিস করে।
৪)স্ত্রীকে স্কুটি কিনে দিয়ে ,সেই স্কুটির পেছনে বসে যাতায়াত করে।
৫)সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে বেড টি পরিবেশন করে।
বাংলাদেশের টিভি এ্যাডগুলো আধুনিক ছেলের সংজ্ঞা এভাবে নির্ধারন করে দিচ্ছে।পাব্লিক খাচ্ছেও বেশ।প্রথম দিকে কলকাতার বিজ্ঞাপনে এসব দেখাতো।এখন সবখানে একই অবস্থা।এগুলো হরলিক্সের এ্যাডের নেক্সট ভার্সন।এগুলোতে বাস্তবতা কম,গাজাখুরি কল্পনা বেশী।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




