আজিজ মার্কেটে কবি সমুদ্র গুপ্ত'র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে দেখলাম চুতিয়ারা এ নিয়ে এক নাট্যরসের শুটিং করছে। ফুলে ঢাকা কবির মৃত দেহ, ভক্তদের দগ্ধ শোক ভিডিও করছে। অনেকে মুখ দেখানোর বাদরামি নিয়ে শোকের কথা বলছে। কেউ কেউ আবার বুঝতেও পারেন নি যে তারা শুটিং করছেন। শহীদ মিনারেও একই কাহানি।
এই চুতিয়ারা আজিজ সুপার মার্কেট শাহবাগ নামে এক বিশ্রি নাটক একুশে টিভির জন্য বানাছে যা দেখলে পাবলিক `কবি' শুনলেই খিচঁড়ে যাবে। এর বিরুদ্ধে কবি সমুদ্র দা আপত্তি জানিয়েছিলেন। শেষ অবধি তিনিও এদের শিকার হলেন।
শোনা যায় এই নাটকের সাথে যুক্ত কতিপয় ব্যর্থ কবি। কলম পকেটে গুঁজে নাট্যকর সাজছে। একুশে টিভির পরিচালকও নাকি সব নাটকের পরিকল্প হিসেবে থাকেন।
আমাদের প্রস্তাবঃ
একুশে টিভি আনুষ্ঠানিক ভাবে সবার কাছে ক্ষমা চাইবে। এবং চারুকলার মতো আজিজ মার্কেটেও এই টিভি ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ করা হোক।
মিডিয়ার এই বাদরামি আর সহ্য করা যায় না। আর এই চুতিয়াদের...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




