আঘাতে আঘাতে কালশিরা হৃদয়ের মাংসপেশীতে,
বিদ্যুৎ তিরোহিতের ন্যায়
আচমকা বাধাগ্রস্থ রক্তপ্রবাহ ধমনীতে
যেন জীবন প্রদীপ নিভে যাবে নিমিষেই।
আঁধারে আঁধারে থ্যাঁৎলানো স্বপ্নের উদাস জমিন
অকস্মাত নিদ্রোত্থিত ক্ষীপ্র চিতা ধেয়ে চলে
জীবন বুঝুক জীবনের প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




