গরুর মাথা থেকে সব গরুর গোস্ত। পাছার গোস্ত একটু দামি, রানের মাংস বেশি দামি ও বুকের মাংস কম দামি হয়।
গরু সাধারণত ৩ প্রকার। বিরিশ গরু বেশি গরম হয় বলে নাকে নাফা লাগাতে হয়। বলদ গরু শান্ত হয় আর গাই গরু শুধু গরুর বাইচ্চা জনম দেয়। গাই গরু সাধারণত মেয়ে গরু হয়।
গরুর গোর এবং পেশাব জমিকে উর্বর করে। গরু লোকসংখ্যা কমাতেও সাহাইজ়্য করে। কারণ গরুর গোস্ত খেয়ে হার্ট এটক, এসটোরোক ও এলার্জ়ি হয়ে মানুষ মারা যায়।
গরুর রিন আমরা কখনও শোধ করতে পারব না। আল্লাহ সব গরুকে বেহেশত নসিব করুক।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




