আরে ভাই, এতই যদি ইন্ডিয়া বিদ্বেষী হোন, তাহলে এখনো কেন ইন্ডিয়ার চ্যানেলেই খেলা দেখেন? আইপিএল না দেখলে তো রাতে ঘুমই হয় না।
এখনো কেন "বাহুবলী" নিয়ে ক্রেজ?
বলিউড সুপারস্টার না আসলে তো বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বেচা হয় না।
ইন্ডিয়ান সিরিয়াল দেখাও তো কোনভাবে বন্ধ করতে পারলেন না।
কোরবানি আসলেও ওই ইন্ডিয়ার দিকেই হা করে তাকায় থাকতে হয়। কবে আসবে গরু? কবে কমবে দাম?
শুধু কি গরু? পেয়াজ, ডাল, চিনিসহ আরোও অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির জন্য আমরা এখনো ইন্ডিয়ার উপরেই নির্ভরশীল।
ইন্ডিয়ার পঞ্চম বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস এই বাংলাদেশ।
কখনো একটা meme বানাইতে দেখি না "ভারতীয় পণ্য বর্জন করুন" লিখে।
meme বানাইতে পারেন খালি ভিরাট কোহলিরে কুত্তা লিখেই।
ভাইরে কুত্তা লিখেন আর যাই লিখেন বিশ তিরিশ বছর পর ওকেই সবাই শ্রদ্ধার সাথে মনে করবে একজন কিংবদন্তি হিসেবে। আর আপনার-আমার কথা মনে করবে কয়জন ভেবে দেখেছেন?
আমরা কিন্তু সক্রেটিসকেই মনে রাখছি। যে রাজা তাকে বিষপানে বাধ্য করছিলো তার কথা মনে রাখি নাই।
তাই ইন্ডিয়াকে যদি টেক্কা দেয়ার ইচ্ছা থাকেই তাহলে নিজের ঘাড়ের উপর যে কোটি টাকার সম্পদটা আছে সেটা ভাল ও সৎ কাজে লাগান।
অনেককিছু হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




