আজকাল পেপার খুললেই শুধু খুন-গুম-ধর্ষণ-দুর্নীতির খবর। এসবে চারদিক ভর্তি।
তবে এর মাঝেও কিছু মজার মজার জিনিস পাওয়া যায়। অনেক নেগেটিভ জিনিসের ভীড়েও এমন রসালো কিছু জিনিস সত্যিই হাসায়।
খুব হাসায়।
এই যেমন, আমেরিকার প্রায় ১৬ মিলিয়ন লোকের (প্রাপ্তবয়স্ক) বিশ্বাস চকলেট দুধ আসে খয়েরি রঙের গরু থেকে। তারা জানেই না চকলেট দুধ কৃত্রিমভাবে তৈরি করা হয়।
নাহ! খালি আমার দ্যাশেই "আই এম জিপিএ ফাইভ" কওয়া আবুল নাই। আমরিকা দ্যাশেও বহুত বলদ আছে।
পাশের দেশ ভারত। আমাদের চেয়ে অনেকদিক থেকেই এগিয়ে। অর্থনীতি, রপ্তানি আয়, ট্যুরিজম ইত্যাদি অনেককিছুতেই তারা আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে।
জাতিসংঘ মতে, পৃথিবীতে এখনও প্রায় ১০০ কোটি লোক খোলা জায়গায় প্রাকৃতিক কর্ম সাড়ে।
যার ৬০ কোটি ভারতেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




