-"মিস কর?"
-"ব্যস্ততা প্রচুর।"
-"দিন কি এখনো হোয়াটসএপেই শুরু হয়?"
-"সকালে মেইল চেক করাটা এখন বেশি ইম্পরট্যান্ট।"
-"পার্কের কোণে সেই বেঞ্চিটায় বসা হয়?"
-"ও পথে যাওয়া হয় না বহুদিন।"
-"এখনো কি চা ঠাণ্ডা করেই খাও?"
-"কোল্ড কফিই এখন প্রেফারেবল।"
-"অনেক বদলে গেছো।"
-"একদম।"
-"ভালোবাসো?"
-"হয়ত এই স্বভাবটাই পালটায়নি।"
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




