যখন সুর্য ডুবে যায় আমি সে ডুবে যাওয়ায় কোন ভ্রুক্ষেপ করিনা
অথচ তুমি যদি ডুবে যাও
তখন জীবন হয়ে ওঠে তিক্ত এবং ঘোলাটে।
তোমার পদচিহ্নিত স্থান আজ আমার কাছে তীর্থ ভূমি
যে পরশ তুমি আমাকে দাওনি
না চাইতেই সে পরশ পেয়েছে ধুলিকণা
সেই ধুলিকনা ছুয়ে দেখে আনন্দ পাই।
তিনশো তেত্রিশটা সুর্য যদি একসাথে আলো দিত
আকাশে শোভা পেত নিরানব্বইটা পূর্ণ চাদ
এ অন্তরের অন্ধকার তবু কাটতোনা
কেবল তোমার মুখের হাসিতে যে দ্যুতি আছে
তার এক ক্ষুদ্র কণা তার চেয়ে ঢের বেশি।
জাজাফী
ঢাকাবিশ্ববিদ্যালয়
৩০ সেপ্টেম্বর ২০১০
রাত ১১.৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




