নরেন কাকার বউ আমায় চোখ মেরেছিল,আমিও তাকে চোখ মেরেছি। তার পর দেখি সে চোখ পাকিয়ে আমাকে কিল দেখাচ্ছে। চোখ মারার বদলে চোখ মারা যায় কিন্তু কিল দেখালে কি তার বদলে কিল দেখানো যায়?
ভাবছিলাম কিছুক্ষণ। আড়চোখে তাকিয়ে দেখি তার মূখে দুষ্টু হাসি। আমি তার মূখে হাসি দেখে লাই পেয়ে ভাবলাম আমিও কিল দেখাবো। সে নরেন কাকার বউ হলেও আমি তাকে কখনো কাকি ডাকিনা। আমিও তার দিকে কিল দেখালাম।
সে আমাকে অবাক করে দিয়ে সামনে এসে খপ করে আমার হাত ধরে বললো কিরে তুই আমাকে কিল দেখালি কেন?
আমি বললাম বাহ রে তুমি যে দেখালে!!
সে বললো আমিদেখালাম বলে তুইও দেখাবিনাকি? আমি একটু মাথা চুলকে বললাম হ্যা দেখাবোইতো। আমার বাম হাত তখনো তার হাতের মাঝে। আচ্ছা মেয়েদের হাত এতো নরম কেন?
কথাটা আর তাকে বলা হলোনা,প্রশ্নটাও তাই মনের ভিতরেই থেকে গেল। আমার হাতটাতে মৃদু চাপ দিয়ে বললো আমি যা করবো তুই তাই তাই করবি?
খেলাটা বেশ জমেছে। বললাম আলবাত করবো,অবশ্যই করবো। কথাটা বলতেই আমার হাত ছেড়ে দিয়ে আমার মুখের বা দিকে একটা চুমু দিয়ে খিলখিল করে হেসে উঠলো নরেন কাকার বউ। তার পর বললো এই যে তোকে চুমু দিলাম এখন তুইও কি চুমু দিবি আমাকে?
চোখ টিপলে চোখ টেপা যায়,কিল দেখালে উল্টো কিল দেখানো যায় তা বলে চুমু দিলে কি চুমু দেওয়া যায়? যায়না, কখনোই যায়না! আমি চুপ করে ফিরে চলে আসি।
নরেন কাকার বউ পঞ্চদশী আর আমার তের। একই স্কুলে পড়তাম আমরা। সে ছিল আমার দুই ক্লাস উপরে। তবে সেও বছর পাঁচেক আগের কথা। ক্লাস ফাইভের পর তার আর পড়া হয়নি,বিয়ে হয়ে গেছে এবং বিয়েটা হয়েছে নরেন কাকার সাথে। নরেন কাকা কিন্তু আমার কাকা নয়!
(উপন্যাসের একটি অংশ। উপন্যাসের নাম ঠিক করা হয়নি। কেমন লাগলো এটুকু জানতে আগ্রহী)
জাজাফী
ফেসবুকে আমি ঃ জাজাফী
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




