১২ তারিখে বিএনপি-জামায়াতের মহাসমাবেশ। মহাসমাবেশ মানে মহা-মানুষ, লাখ লাখ মানুষ। মানুষে মানুষে মানুষে ঢল না নামলে কিসের মহাসমাবেশ? যেহেতু বিএনপি-আওয়ামীলীগ এদের সমাবেশে কেউ কখনো দেশপ্রেম দ্বারা তাড়িত হয়ে আসে না, আসে টাকার জন্য, কেউ কোটি টাকার বীজ বুনার জন্য, কেউ তাৎক্ষণিক ৩০০ টাকার জন্য, কেউ বা নেহাত এক প্যাকেট তেহারীর জন্য। ধান্দাবাজ মানুষে, দেশের সর্বনাশ করা মানুষে, হতদরিদ্র ভাড়া করা মানুষে ভরে উঠে এদের সমাবেশ, মহাসমাবেশ। কিন্তু আমরা বরাবরের মতই প্রশ্নহীন। কখনো মাথায় খেলে না এই যে এত কোটি কোটি টাকা এরা ছিটায় সমাবেশের নামে এই টাকা কার? এই টাকা ওরা কোথায় পেল? এই টাকা যে বাংলাদেশের হৃদপিন্ড নিংড়ানো টাকা সেটি আমরা ভোটের দিন বেমালুম ভুলে যাই। দুই বৃহৎ ডাকাতের একটিকে দিব্বি ভোট দিয়ে বাসায় ফিরি। এবং নির্বোধের মতো ভাবতে থাকি - যাক, আমার মূল্যবান ভোটটা অন্তত পচবে না।
জনসভা: মাথাপিছু ‘ভাড়া’ ৩শ টাকা।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



