আজ দুপুর বেলা বাসা থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছিলাম। কিছু দূর যাবার পর হঠাৎ রেডিও তে সম্প্রচারিত বাংলাদেশ বনাম ভারত টেস্ট ক্রিকেটের ধারাভাষ্য কানে এল। সামনে তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে আওয়াজটা সেদিক থেকেই আসছে। ভাবলাম কাছে গিয়ে বাংলাদেশের স্কোরটা জেনে নেই। কাছে গিয়ে দেখি ড্রাইভার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বরই খাচ্ছে আর গাড়ির রেডিওতে উচ্ছ ভলিউমে ধারাভাষ্য চলছে।
আমি ড্রাইভারকে জিগ্গেশ করলাম ভাই স্কোর কত? ড্রাইভার মনে হয় বুঝতে পারেনি তাই একটু মনোযোগি হয়ে জানতে চাইল আমি কী বললাম। আমি আবার বললাম ভাই খেলার শেষ খবর কি? ড্রাইভার মনে হয় এবারও বুঝতে পারেনি, সে এবার রেডিওটা বন্ধ করে জানতে চাইল আমি কী বললাম।
আমি আবারও জিগ্গেশ করললাম উইকেট কত, রান কত?
শুনে ড্রাইভার যা বলল তা শুনে তো আমি হা......
ড্রাইভার বলল "বাই আমি এগুলা বুজি না, বাংলাদেশের খেলা চলে তো তাই চালায়া রাখচি,বাংলাদেশ জিতলে তো বুজতে পারমু!!!
মনে মনে ভাবি মানুষ কতইনা অদ্ভুদ হতে পারে......
যেন একটা লাইভ জোক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




