তুই কি আমার তুমি হবি?”
এই শিরোনামে লিখেছিলাম ( লেখার চেষ্টা করেছিলাম বলাই মনে হয় ভালো) । একান্তই নিজ পাওয়া-না পাওয়ার হিসাব মেলানোর লেখা, সাথে এক গাদা কল্পনা আর স্বাদের জন্য এক চিমটি হিউমার।
কয়েকদিন আগেই সকালে ঘুম ভাংলো সিনিয়র বুয়েটিয়ান আপু ও একজন কাছের মানুষ অ সহব্লগার নীল ত্রিস্তান এর কল এ । বলে কিনা এই অধমের তুই কী আমার তুমি হবি নাকি তার ভালো লেগেছে, লিখতে চান আমার সেই তুই এর জবানীতে । সেই তখন ই জন্ম হল এই "তুই কি আমার তুমি হবি" সিরিজের । আজকে আম্র সেই তুই এর জবানী পড়ে মনে হল, আস্লে প্রথম টাও নীল ত্রিস্তান লিখলে ভালো হত, কিন্তু এখন এই সিরিজ এভাবেই আগাবে, দুই দিক থেকেই, সমান্ত্রাল ভাবে।
আশা করি খুব বেশী খারাপ লাগবে না আপনাদের ( নীল ত্রিস্তানের প্রতি আমার সেই বিশ্বাস আছে
তুই কি আমার তুমি হবি -১
তুই কি আমার তুমি হবি -২
বিঃ দ্রঃ খারাপ লাগ্লে এই লেখাগুলো কে মাইনাস কে ফিরিয়ে আনার জন্য একটি জনসচেতনতা গড়ার প্রয়াস হিসাবে দেখবেন, আর সকল গালাগালি,হুমকি,প্রশংসা,প্রেমপত্র নীল ত্রিস্তান রেই দিয়েন, সিনিয়রের হক বেশী নাহ !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




