"সব কথা ফুরায় এখানেই
জীবনের খাতায় ইতি টানে জীবনের গল্পেরা
যখন গোলাপী কিংবা মাধবী রাত
আরো গাঢ় হয়, করুন ভাবে
তখন আমার মাঝেও করুনা জাগে
তোমাকে শত সহস্রবার ক্ষমা করে দিতে সাধ জাগে
আবার যখন সম্বিত ফিরে পাই হুতোম পেঁচার ডাকে
পোড়া হৃদয়ে হয় রক্তক্ষরন
তোমাকে দেয়া হয়না কত আবেগী রাত
কত রোদেলা দুপুর কেটে যায়, তুমি আসোনা
কত মন খালি করা প্রশান্ত বিকেলে পা বাড়িয়েছি তোমার চলে যাওয়া পথে
ফুচকাওয়ালা চাচা কিংবা বাদামওয়ালা ছেলেটাও
তোমার কথা জানতে চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যায়
আমি আর যাইনা ওদিকটায় আজকাল
সমস্ত শূন্যেরা কেবলই চেপে ধরে আমায়
উদভ্রান্ত আমি খুঁজে ফিরি একটু নিরবতা
যেখানে হয়তো গল্পেরা ফুরায়
কিংবা, ক্রমান্বয়ে গাঢ় হয় মাধবীরাত গুলো । "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






