একটা মেয়ে, যে আমাকে দোলন চাপা ফুল চিনিয়েছিলো
তাকে বাদলের প্রথম কদম দিবো বলে কথা দিয়েছিলাম।
সেই থেকে দোলনচাপা আমার প্রিয় ফুল
আর বর্ষা এলেই মনের অজান্তে অনেক কিছুই মনে পড়ে যায়
কথা রাখতে না পারায় মেয়েটি কষ্ট পায়নি একটুও
কিংবা, হয়তো পেয়েছিলো কিন্তু আমায় বুঝতে দেয়নি
তবুও আর কখনো কদম চায়নি সে আমার কাছে
চিনিয়েও দেয়নি নাম না জানা অন্য কোনও ফুল
শুধু আমি আষাঢ়ের প্রথম দিনে পৃথিবীর সব কদম
তার স্মৃতির তরে সমর্পন করে বেড়াই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






