বাংলাদেশ এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে - বিশেষ করে ভূয়া খবর - মিথ্যা খবর বা মিস ইনফরমেশনে দেশ ছেয়ে গেছে। কয়েকদিন আগে বাজার চলছিলো সরকার ৩ নভেম্বর পদত্যাগ করবে - তথ্যসূত্র চন্দন নন্দী - যার প্রায় সব তথ্যই মিথ্যা প্রমানিত হয়েছে। এখন দেখলাম - বাংলাদেশের পোষাকের উপর কয়টা দেশ নিষেধজ্ঞা নিয়েছে।
যেহেতু রিকল (RECALL) বিষয়টা সাধারন মানুষ জানে না এবং একদল চাইছে নিজের নাক কেঁটে হলেও সরকারের বিপদ হউক - তারা এই মিথ্যাচারের সহজ শিকারে পরিনত হয়েছে - গতকাল টিভির টকশোগুলোতেও দেখলাম - কানাডার রিকল বিষয়টাকে বুঝতে অক্ষম হয়েছে অনেকেই।
বস্তুত - কানাডায় এইটা একটা সাধারন ঘটনা - যে কোন পন্য যে কোন ধরনের ঝুকির কারন হলে ফেডারেল সরকার রিকল করে - সেইটা গাড়ীর থেকে সামান্য গ্রোসারীর আইটেম হতে পারে - এতে ম্যানুফেকচারারের উপর কোন দায় নাও বর্তাতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




