কল্পনার রঙ মেখে ফাল্গুনী বাতাসে
দেখা দাও স্বপ্নচারিণী তুমি স্বপনে।
ক্লান্ত দিনের গায়ে মেঘের ছায়া লাগে
আমার বুকের মাঝে নাচে হাহাকার;
দেখা দাও স্বপ্নচারিণী তুমি গোপনে।
তন্দ্রার আঁচলে ঢাকা তোমার নয়ন দু’টি
প্রতি রাতের বুকেতে;
ধূলোয় ভরা আশার ঘর,
আমি সেথায় চাই তোমায় প্রতি প্রহরে,
এসো তুমি স্বপ্নচারিণী শিশিরের বুক চিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




