একটি মূহুর্তের জন্য আমার পথ
তোমার ছাঁয়া মেখেছিল উচ্ছ্বসিত চিত্তে,
পথের ধূলো আর হলদে রোদ্দুর
তোমার গায়ের রঙ্গে বসেছিলো হঠাৎ একই বৃত্তে।
খুব আনন্দ, ভীষণ বেপরোয়া প্রহর
দিশেহারা মনের ছন্দ;
চারিপাশে ছিল আমার তরুণ সুখ
আর অদম্য কল্পের সাথে কষ্টের দ্বন্ধ।
আমি জেগেছিলাম অসমতল যাত্রার পথে
তোমার পাশাপাশি থাকার আহ্ববানে,
ভেবেছিলাম কত পলাতক মেঘের
নির্মম মৃত্যুর স্বরণে।
মনে পড়ে প্রতি ক্ষণে সব,
আমার ভীষণ মনে পড়ে, বারংবার;
সেই কবে ছেড়েছো হাত,
তবু এখনো খোলা তোমার জন্য মনের দুয়ার।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




