হারায় গতর অচিনপুরে
মনের দেহে মনের বসত বুঝতে বুঝতে সময় দূরে,
আমার মাঝে জেগে জেগে
কাছের শহর ধরে হেঁটে ক্লান্তি আনি দেহের ঘরে।
আকাশ মেঘলা তবু একলা
ভেবে ছুটে রাত্রি কাটি আপন ক্ষণে আঁধার পুড়ি,
স্বপ্ন তার চোখের পাতায়
ভাবছে একা হাসছে একা মনের পথে নাই প্রহরী।
অবুঝ মুখ অবুঝ আঁখি
কষ্ট বাড়ায় কষ্ট হাঁটায় আমায় দিয়ে আধাঁর কাটায়,
আমার চোখের সরল কথা
সময় পেলে নানান ছলে তার সামনে এসে দাঁড়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




