আমি হাসলাম, বিভ্রান্তির হাসি।
আজকাল কি হয়েছে, আমি এমনিতেই হাসতে শুরু করি, অর্থহীন বা অকারণ।
শুনেছি পাগলেরা অর্থহীন হাসে। তাহলে আমি কি পাগল হয়ে যাচ্ছি? হতেও পারে।
একটা বাক প্রতিবন্ধী ছেলে আমার পরিচিত, কথা বলতে পারে না। ওর নাম সজল। সেদিন ইঙ্গিতে বললো "মজার ঘটনা, শুনবে?" (অবশ্য চোখমুখ দেখেই বুঝেছি মজার কিছু বলবে)
আমিও রাজি হলাম। সত্যি বলতে ওর ইঙ্গিতময় কথা বুঝতে আমার অসম্ভব ভালো লাগে। হাত-মাথা নাড়িয়ে কিছু বললো, আমি বুঝলাম না। আপনি থাকলে নিশ্চয়ই চোখমুখ শক্ত করে বলতেন 'বুঝিনি। আবার বল তো!!' কিন্তু আমি হাসলাম খিলখিল করে। সজলও হাসলো আমার দেখাদেখি। জানেন তো? হাসি একটা ছোঁয়াছে রোগ।
মূল ঘটনায় আসি।
আমার পাশের সীটেই একটা আধটেকো মাঝ বয়স্ক পুরুষ বসে আছেন।
তাকে দেখেই আমার হাসি চেপে রাখতে পারলাম না। অনর্থক হাসি আটকে রাখা যায় না এটা নিশ্চয়ই জানতেন? আমিও পারিনি।
লোকটা বিভ্রান্ত হয়ে বললো "বাবা, হাসো কেন?"
হাসির মাত্রা বেড়ে গেল আমার।
ভাবলাম সাইকোলজি বিশেষজ্ঞের চেম্বারে হাসি থামবে তো!!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



