--আজকাল কি করছো?
নিতুর প্রশ্নে অতীতের একটা কথা মনে পরে গেল “ভবিষ্যৎ নেই”
সত্যিই আমার ভবিষ্যৎ বলতে কিছু নেই, নেই লক্ষ্য। ভবঘুরে দিনাতিপাত ভালোই চলছে এখনো। বাস্তবের মুখোমুখি হতেই আমার ঠোঁটের কোণে ম্লান হাসি ভেসে উঠলো।
নিতু আবার বললো
--এভাবে না হেসে উত্তর দাও
--বাচ্চাদের গিটার শিখাই
--এই?
--হয়ে যায়।
--বাউন্ডুলে পনা ছাড়ছো কবে?
--পিছুটান নেই। আর খারাপও লাগছে না
--বনলতা কেমন আছে?
--তার আঁচলের শান্তি অমানিশার অনলে পুড়ে
--কাক-কোকিলের প্রেম, মাঝে আমি বুলবুলি!
মেয়েটির মন ভারী হয়ে উঠছে। তাকালেই দেখবো চোখ ছলছল করছে। তাকাতে ইচ্ছে করছে না, মায়া বেড়ে যাওয়ার ভয় খুব। প্রসঙ্গ পাল্টাতে বললাম
--কেমন আছো?
ঠুনকো হাসি দিয়ে বললো
--রাতে ঘুম ভালো হয় আজকাল।
--শুধু স্বপ্নেরা ছুটি নিয়েছে।
দীর্ঘক্ষণ পর নিতু আমার দিকে তাকিয়ে বললো
--একটা গান শোনাবে?
--“গুমরে কাঁদা আকাশ মেঘে
শতদলের আহ্বান
জোয়ার ঠেলে ভাটা এলে
জ্যোৎস্নাতে অভিমান!”
--জ্যোৎস্নাতে অভিমান!!
--নিতু
--একটা অস্পষ্ট আশা বেঁচে থাকে চিরদিন
--ইমোশন হয়ে পরছো।
--চল উঠি
নিতু উঠে দাঁড়ালো, আমিও…
--হাতটা ধরে হাঁটতে পারি?
আমি চুপচাপ হাত বাড়িয়ে দিলাম। সবটুকু না পারি, কিছুক্ষণের জন্যে'তো হাসি ফোটাতে পারবো।
এই ভালো আছি… ভবঘুরে জীবনে
______ArNoB”
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



