৪ টি বছর হয়ে গেলো।
হে আজ ২৫ শে ফেব্রুয়ারি ২০১২,আজ থেকে ঠিক ৪ টি বছর আগে ঠিক এই সময় টা ঢাকার পিলখানার বি ডি আর বর্তমান বিজিবির সদর দপ্তর ছিলো রক্তে রঞ্জিত।
হে আজকের এই দিনেই হত্যা করা হয়েছিলো কিছু সেনাকরমকরতাদের।
কি ছিলো তাদের দোষ?
কেনো আজ তাদের সন্তআনেরা পিতৃহারা,স্ত্রী স্বামী হারা?
কেনো তাদের মায়ের বুক আজ খালি?
কেনো তাদের মা এখনো সন্তানের আশায় অপেক্ষা করে?
কেও কি এসব প্রশ্নের উত্তর দিতে পারবে।
আজো তাদের আত্মা চিৎকার করে বিচার চাই!
পিলখানা থেকে আজ সমগ্র বাংলাদেশ তাদের আর্তনাদে স্তম্ভিত!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




