স্বাধীনতা তুমি,
স্বাধীন দেশের স্বাধীন একটি নাম,
এ মাটির বুকে রক্তক্ষয়ী রক্তিম পরিনাম;
স্বাধীনতা তুমি,
জয়ের আশায় ত্যাগের মহিমা
স্বাধীনতা তুমি,
বীরের প্রতিক ,বীরের প্রতিমা।
স্বাধীনতা তুমি,
মনের দাবী আত্ম ভাষায় প্রকাশ,
স্বাধীনতা তুমি,
জয়নুলের রাঙ্গানো নীল আকাশ।
স্বাধীনতা তুমি,
একুশেই শুরু একাক্তরেই শেষ,
স্বাধীনতা তুমি,
এসবের মাঝে আমার সোনার দেশ।
স্বাধীনতা তুমি,
অমবশ্যায় চাদেঁর পূর্ণিমা,
স্বাধীনতা তুমি,
স্বাধীন দেশের ,স্বাধীন একটি মা।
স্বাধীনতা তুমি,
আর কিছু না, একটু মুখে হাসি
রবি ঠাকুরের কবিতা কাব্য সাহিত্য রাশি রাশি,
স্বাধীনতা তুমি,
আমার সপ্ন আমার সোনার দেশ,
স্বাধীনতা তুমি,
সিক্ত রক্তে , আমার বাংলাদেশ।
সৈয়দ আহসান জুনাঈদ
Email: [email protected]
Web: http://www.ideactg.blogspot.com
Face Book Link:
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




