ভালবাসা মানে কি?
সময় কাটানো, না জীবন সাজানো;
ক্ষণিকের মোহ,না করুনা অনুগ্রহ;
সাজানো সংসার,না পরীক্ষা বিধাতার।
জানি না ,জানি না এর মর্ম কোথায়
জানি না, এর কোন অস্তিত্ব আছে কি দুনিয়ায়।
কাঙ্খিত বিজয় কল্পনায় হয়
বাস্তবে হলে ; চিরতরে নয়,
ভালবাসা মানে কি,
এমন-ই- দাড়ায়?
নাকি শুধু সাহিত্যে
লিখে রাখা হয় ।
অনুভব আর ব্যাথা; লোক মুখে শোনা কথা
হয় কি কখনও?
নাকি প্রচলিত কথা; শুধুই অযথা।
ভরা যৌবন আর স্নেহ ভরা মন
এটাই কি ভালবাসার এত প্রয়োজন;
সুন্দরী লতা আর প্রেয়সীর কথা
এটাই কি ভালবাসার মূল মর্ম যথা;
জানি না আমি ,আর
অজানা আমার
রহস্য মনে হয় ,শুধুই আবার
সৈয়দ আহসান জুনাঈদ
Email: [email protected]
Web: http://www.ideactg.blogspot.com
Face Book Link:
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




