আমি কষ্টের এক পাষাণ হ্রদয়
আমি নষ্টের এক ধ্বংস স্তপ,
আমি যন্ত্রনার এক, রক্তের ক্ষয়
আমি সৃষ্টির নামে কলঙ্কের রুপ।
আমি মানুষ নামের যন্ত্রের দেশে
ঘুরে বেড়াচ্ছি সন্ন্যাশী বেশ।
হাসছি কত,কাদছি যত
ঘুচছেনা তবু আমার ক্ষত।
বিষের ঘোরে আটকে আছি,
ঘুমের মাঝে সপ্নে আছি,
সকাল হলেই ঘুড়ে বেড়াচ্ছি,
মুখোশ পড়ে আমি হাসছি।
যন্ত্রের নামে মানব যত
তারা দেখতে আমারই মত
আমার মতই অনুভুতিহীন
আর আমার,
অভিনয় করে যাচ্ছেটা দিন।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




